
মঙ্গলবার ০৬ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স: গবাদি পশুর জন্য ঘাস কাটতে জঙ্গলে ঢুকে বুনো হাতির হামলায় ২ জনের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের পানঝোড়া জঙ্গলে। বনদপ্তরের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে জাতীয় সড়ক ও চাপড়ামারি অভয়ারণ্যে সংলগ্ন চালসা রেঞ্জের অন্তর্গত এই জঙ্গলে নিয়মিত স্থানীয় বাসিন্দারা ঘাস কাটা ও পশুচারণের জন্য ঢোকেন। বুধবারও স্থানীয় দুই ব্যক্তি হরসিং মুন্ডা এবং গোপাল তামাং ঘাস ও পাতা সংগ্রহের জন্য জঙ্গলে ঢুকেছিলেন। সেই সময়ই একটি বুনো হাতি তাঁদের আক্রমণ করে। হাতিটি তাঁদের তাড়া করে ধরে শুঁড়ে পেঁচিয়ে পদপৃষ্ট করে দেয়। ওই জঙ্গলের অন্যান্য পশুপালকদের থেকে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা হাতিটিকে তাড়িয়ে দুজনকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই হরসিং মুন্ডার মৃত্যু হয়, গোপাল তামাংকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত দুজনের বাড়ি পানঝোড়া বনবস্তি এলাকায়।
চালসা নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক তথা পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার জানান, এই এলাকার চা বাগান ও বনবস্তির বাসিন্দা অনেকেই বনের ভিতরে জ্বালানি কাঠ ও ঘাস আনতে ঢোকেন। প্রায়ই হাতি সহ বন্য জন্তুর আক্রমণে অনেকে প্রাণও হারায়। জঙ্গলে এভাবে ঢোকা যে বেআইনি এবং এতে বিপদের যথেষ্ট আশঙ্কা থাকছে সেবিষয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার করা হলেও এই প্রবণতা কমানো যায় নি।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও